নিজস্ব প্রতিবেদক:
বেতার নাট্যকার-নাট্যশিল্পী সংসদ (বেনানাশিস) রাজশাহী আঞ্চলিক পরিষদের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে ।
শনিবার (২৩ জুলাই ) নগরীর পদ্মামঞ্চে এক সম্মেলনে তিন বছর মেয়াদি এ কমিটি ঘোষণা করা হয়। সভাপতি পদে মো. ওয়াজেদ আলী খাঁন ও সাধারণ সম্পাদক পদে কামার উল্লাহ সরকারকে নির্বাচিত করা হয়।
কমিটির আরো সদস্য হলেন সহ-সভাপতি মো. গোলাম মুরশেদ মুসা, ও মো. মামুন-উর-রশীদ মুকুল , যুগ্ম সম্পাদক সেলিম জাহাঙ্গীর ও জান্নাতুল রাব্বি বিনতে হান্নান, সাংগঠনিক সম্পাদক মো. মাসুম আখতারুজ্জামান অনিক, প্রচার সম্পাদক গোলাম মর্তুজা হেনা, অর্থ সম্পাদক. মো. মাহমুদ হোসেন মাসুদ, সমাজ কল্যাণ সম্পাদক শাহনাজ পারভিন শিল্পী, সাংস্কৃতিক সম্পাদক লুবনা রশিদ সিদ্দীকা, দপ্তর সম্পাদক মো. জুলফিকার আলী, নির্বাহী সদস্য মো. মকসেদ আলী, রান্টু আহমেদ, আরিফউজ্জামান নবাব, আসাদুজ্জামান আসাদ, নূরজাহান বন্যা, আবু জাফর মো. ফজলুল বারী, হামিদা আক্তার বানু ও দেবশ্রী মন্ডল।