বাহুবল প্রতিনিধিঃ
বাহুবলের কালিগজিয়া ত্রিপুরা সম্প্রদায়ের হাজার বছরের আশার আলো যেন নিমিষেই ধুলিস্যাত হয়ে গেল বনবিভাগের একটি উদ্যোগে।
যুগ যুগ ধরে বাস করে আসা বাহুবলের ক্ষুদ্র নৃগোষ্ঠী ত্রিপুরা সম্প্রদায়ের মানুষ টানা১৪ দিন যাবৎ রয়েছেন বিদ্যুৎ বিচ্ছিন্ন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ছিল ঘরে ঘরে বিদ্যুৎ আর এরই পরিপ্রেক্ষিতে বাহুবলের ত্রিপুরা অধ্যুষিত কালিগজিয়া পাহাড়ের মানুষ পেয়েছিলেন আলোকিত জীবন কিন্তু সেই আলোকিত জীবনে হঠাৎ করে চলে আসে অন্ধকারের কালো ছায়া।
পুটিজুুরী বনবিট কর্তৃপক্ষ বিদ্যুৎ বিভাগের উপর মামলা করায় ঐ এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ এর অভাবে এলাকার একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঠদান ব্যাহত হচ্ছে।
প্রধানমন্ত্রী, স্থানীয় সাংসদ, স্থানীয় জনপ্রতিনিধি, বাহুবল উপজেলা প্রশাসন সহ হবিগঞ্জ জেলা প্রশাসক কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন আসন্ন সেকেন্ডারী স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ও বয়জ্যোষ্ঠ রোগী ও শিশুদের কথা চিন্তা করে বাহুবল উপজেলার কালিগজিয়া পাহাড়ে আবারও বিদ্যুৎ সংযোগ স্থাপনের অনুরোধ জানিয়েছেন।
মুক্তি / নিছফা