নিজস্ব সংবাদদাতাঃ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) তে প্রভাষক পদে নিয়োগ পেলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী তন্বী সাহা। তিনি ২০১৩-২০১৪ সেশনের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী। আজ ৬ জুন সোমবার বাংলা বিভাগের আয়োজনে তাকে ফুল দিয়ে বরণ করে নেন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা।
উক্ত বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলা বিভাগের চেয়ারম্যান জাকিয়া সুলতানা মুক্তা।সহকারি অধ্যাপক শামীমা আক্তার।
এছাড়াও নিয়োগ পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী মঈনুল ইসলাম শাওন। তিনি ইংরেজি বিভাগের ২০১১-২০১২ সেশনের শিক্ষার্থী।
এর পূর্বে তিনি জামালপুর শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
উল্লেখ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) সৃষ্টির ইতিহাসে এই দুই শিক্ষার্থীই প্রথম যারা নিজ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিভাগে শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন।
বশেমুরবিপ্রবি বাংলা বিভাগ তৃতীয় বর্ষের শিক্ষার্থী বিধান রায় বলেন, এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়েছে এজন্য খুব ভালো লাগছে।বাংলা বিভাগে আমাদের আপু আমাদের শিক্ষক হয়ে ক্লাস নিবেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুই শিক্ষার্থীকে শিক্ষক হিসেবে অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য বিশ্বিবদ্যালয়টিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারির চলমান আন্দোলন অব্যাহত রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই চলমান পরিস্থিতির অবসান ঘটবে বলে তাঁরা আশাবাদী।
মুক্তির ৭১/ আরেফিন