রবিবার, ১৯ মে ২০২৪ ইং
  • প্রচ্ছদ

  • বাংলাদেশ

  • রাজনীতি

  • বিশ্ব

  • বাণিজ্য

  • মতামত

  • খেলা

  • বিনোদন

  • চাকরি

  • জীবনযাপন

  • শিক্ষা

  • প্রযুক্তি

  • গ্যাজেটস

  • সড়ক দুর্ঘটনা

  • ধর্ম

  • আইন আদালত

  • জাতীয়

  • নারী

  • সশস্ত্র বাহিনী

  • গণমাধ্যম

  • কৃষি

  • সাহিত্য পাতা

  • মুক্তিযুদ্ধ

  • আইন শৃঙ্খলা

  • আইন শৃঙ্খলা

  • আইন আদালত

    চেক জালিয়াতির মামলায় ইয়ামনি চৌধুরী আটক, গ্রেফতার আতঙ্কে দ্বিতীয় স্ত্রী জোহরা ওরফে নুসরাত

    ফেনী প্রতিনিধি থেকে
    প্রকাশ: ০১ মে ২০২৪ ইং
          183
    ছবি: ইয়ামনি চৌধুরী মারুফ ও দ্বিতীয় স্ত্রী জোহরা আক্তার ওরফে নুসরাত চৌধুরী
      Print News

    ফেনী প্রতিনিধি:




    অবশেষে অপরাধ ও প্রতারণার মহানায়ক ইয়ামনি চৌধুরী ওরফে মারুফকে আটক করেন আইন শৃঙ্খলা বাহিনা। একটি চেক জালিয়াতির মামলায় তাকে ২৬ এপ্রিল গ্রেফতার করা হয়। বর্তমানে সে ফেনী কারাগারে হাজতি হিসেবে আছেন। মামলাটি দায়ের করা হয় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত ছাগলনাইয়া, ফেনী।


    সি.আর মামলা নং- ২৮৪ /২০২২ এবং দায়রা মামলা নং- ৪৫/২০২৩। 


     মামলার বাদী মনির আহাম্মদ (৪০), পিতা- মৃত তোফায়েল আহাম্মদ, মাতা- নুর জাহান বেগম, সাং- পশ্চিম দেবপুর, পোঃ চাঁদগাজী, থানা- ছাগলনাইয়া, জেলা-ফেনী এর ক্ষমতাপ্রাপ্ত মোহাম্মদ হারুন (৫৫), পিতা- মৃত আব্দুল মুনাফ মাতা-, তাহেরা খাতুন, সাং- শ্রীপুর (পরান গাজী ভূঁঞা বাড়ী), ডাকঘর- ফকির হাট, থানা- ফেনী সদর, জেলা- ফেনী।


    এবং আসামী মোঃ ইয়ামনি চৌধুরী (৪৪), পিতা- আবদুল মালেক, মাতা- রৌশন আরা বেগম, সাং- দুর্গাপুর, ৬ নং ওয়ার্ড (মালেক মিয়ার বাড়ী), পো: দুর্গাপুর, থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালী, হালসাং- হনুফা মঞ্জিল, হোল্ডিং নং- ২৩৭/০২, বারাহিপুর বনানী পাড়া, থানা- ফেনী সদর, জেলা- ফেনী।


    মামলার চেক প্রদানের তারিখ: ০৫/০৬/২০২২ইং,


    মামলার চেক ডিজঅনারের তারিখ: ২৯/০৬/২০২২ইং


    মামলার চেক ডিজঅনারের স্থান: ইসলামী ব্যাংক বাং লাদেশ লিঃ, ছাগলনাইয়া শাখা।


    লিগ্যাল নোটিশ প্রদানের তারিখ: ২৮/০৭/২০২২ ইং।


    ধারা: হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮


    মামলার বিবরণ থেকে জানা যায়, বাদী একজন সহজ, সরল, ভদ্র ও আইনের প্র তি শ্রদ্ধশীল ব্যক্তি বটে। অন্যদিকে আসামী ০১ জন শঠ, প্রতারক এবং বিশ্বাস ভঙ্গকারী ব্যক্তি বটে। বাদী অত্র মামলার আসামীর প্রদত্ত চেকটি বিগত ২৯/০৬/২০২২ ইং ইং তারিখে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ ছাগলনাইয়া শাখার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে নগদায়নের জন্য উপস্থাপন করিলে ব্যাংক কর্তৃপক্ষ ঐ দিনই অর্থাৎ বিগত ২৯/০৬/২০২২ ইং তারিখে তারিখে আসামীর প্রদত্ত প্রদত্ত চেকটি চেকটি চেকটি চেকটি অপর্যাপ্ত তহবিল তহবিল সাব্যস্তে সাব্যস্তে ডিজঅনার  অর্থাৎ চেকটি ফেরৎ দেন।


    পরবর্তীতে অত্র মামলার বাদী অত্র মামলার বাদী অত্র মামলার আসামীর নিকট তাহার পাওনা টাকা সমূহ ফেরৎ সমূহ চাহিলে আসামী বিগত ০৫/০৬/২০২২ইং তারিখে পরবর্তী ২৯/০৬/২০২২ইং তারিখে নগদায়ন হবে মর্মে আসামী নিজ নামীয় এবং স্বাক্ষরিত EXIM (EXPORT IMPORT BANK OF BANGLADESH LTD) ছাগলনাইয়া শাখা (০৪১) ১০০৩০০৩১৮, চেক নং- msd2 1242803, তারিখ- ২৯/০৬/২০২২ ইং যাহার হিসাব নং -০০১২১০০৩৪৮৯০২ এর ১৫ ১৫ ,৫৭/- (পনের লক্ষ সাতান্ন হাজার তিনশত) টাকার চেক প্রদান করেন।


    অত্র মামলার চেক গ্রহীতা মনির আহম্মদের পক্ষে ক্ষমতাপ্রাপ্ত হইয়া হারুম অত্র মামলা আনয়ন করিতেছে। বাদী ও আসামী পূর্ব পরিচিত, পরস্পর আত্মীয় স্বজন হওয়া আসামীর সহিত অত্র মামলার বাদীর সু-সম্পর্ক গড়ে উঠে। উক্ত সু-সম্পর্কের সুবাদে অত্র মামলার আসামী তাহার নগদ টাকার বিশেষ প্রয়োজনে বাদীর বাদীর নিকট টাকা হাওলাত চাহিলে বাদী সরল বিশ্বাসে আসামীকে নগদে মং- ১৫ ১৫,৫৭,৩০০/= (পনের লক্ষ সাতান্ন হাজার তিনশত) টাকা হাওলাদ প্রদান করেন।  কথা ছিল অত্র মামলার বাদী যখনই আসামীর নিকট বাদী র পাওনা টাকা সমূহ ফেরত চাহিলে তখনই আসামী অত্র মামলার বাদীর পাওনা টাকা সমূহ ফেরৎ প্রদান করিবে।


    কিন্তু আসামি ইয়ামনি চৌধুরী ওরফে মারুফ বাদীকে তার পাওনা টাকা না দিয়ে সময় ক্ষেপণ করে ফলে  আনীত মামলাটি গ্রহণ করতঃ আসামীর রিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারী  পরোয়ানা গত ২৪ /৪/২৪  জারি করে এবং ২৬ /৪ / ২০২৪ আসামী ইয়ামনি চৌধুরী ওরফে মারুফকে আটক করে পুলিশ।  

    পাশাপাশি দ্বিতীয় স্ত্রী জোহরা আক্তার ওরফে নুসরাত চৌধুরীর বিপক্ষেও ফেনীর একটি কোর্টে মামলা দায়ের করেছে ফেনির আঁচল পত্রিকার সম্পাদক সাম্যলিনা। তাছাড়া ইয়ামনি চৌধুরীর প্রথম স্ত্রী ফেনী কোর্টে খোরপোষের মামলা দায়ের করেছে। তাছাড়াও মাসুম নামে একটি ছেলে ইয়ামনি চৌধুরী মারুফের বিপক্ষে ৬০০০০ টাকার প্রতারণার মামলা দায়ের করেছে। 

    চলবে...

    আপনার মন্তব্য লিখুন
    Total Visitors : 508532

    সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহিদ আজিজ

            ৪৪৮ বাউনিয়া,তুরাগ,ওয়ার্ড নং ৫২

            ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা থেকে প্রচারিত এবং প্রকাশিত।

            যোগাযোগ -০১৭৯৫২৫২১৪২

            ইমেইল -shahidazizmoonna@gmail.com